বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে চাষ হচ্ছে গ্রীস্মকালীন পেঁয়াজ 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

কিশোরগঞ্জে চাষ হচ্ছে গ্রীস্মকালীন পেঁয়াজ 

নীলফামারির কিশোরগঞ্জে করা হচ্ছে গ্রীস্মকালীন পেঁয়াজের চাষ।  গ্রীস্মকালীন পেঁয়াজের চাষ সম্প্রসারণে এ ফসল চাষে উদ্যোগ নেয়া  হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়।

কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় এবং এলাকায় মসলা  ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মসলা ফসল চাষে চাষীদের  আগ্রহী করে তোলা ও পেঁয়াজের ঘাটতি পূরণ করাই এর মূল লক্ষ্য। 

এ বিষয়ে  উপজেলা কৃষি অফিসার, লোকমান আলম জানান, পেঁয়াজ হলো মসলাজাতীয় ফসলের মধ্যে অন্যতম  ও তরকারীতে ব্যবহারে এটি অন্যতম উপাদান। মসলা হিসেবে মরিচের পরেই পেঁয়াজের স্থান। সরবরাহজনীত কারণে প্রতিবছর সেপ্টেম্বর হতে নভেম্বর মাস পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। 

যে কারণে  সরকারকে স্থানীয় চাহিদা পূরণে এ সময়ে পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং  মসলা চাষ সম্প্রসারণের এটি একটি সরকারি উদ্যোগ। 

তিনি জানান, এ উপজেলার জমি গ্রীস্মকালিন পেঁয়াজচাষের জন্য উপযোগি। শুধুমাত্র আবহাওয়াজনীত কারণে এ ফসলটির চাষ বিঘ্নিত হচ্ছে  এবং  অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মাঝেই এ ফসলটির চাষ  করা হচ্ছে। 

এ উপজেলায় চলতি বছরে ৭৫ বিঘা জমিতে গ্রীস্মকালিন পেঁয়াজ চাষের জন্য ৭৫ জন কৃষক বাছাই করে তাদেরকে উচ্চ ফলনশীল জাতের বীজ, সার ও অন্য উপকরণসহ পরিচর্যা বাবদ আর্থিক  সহায়তাও দেয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা চাষিদের প্রতিনিয়ত প্রযুক্তিগত পরামর্শ দিয়ে আসছেন। 

আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘায় ১ ট. থেকে ১.৫ টন  ফলন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যার মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা হতে পারে বলে তিনি প্রত্যাশা করেন। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের পেঁয়াজ চাষী ফজলুল হক জানান, সঠিকভাবে ফসল ঘরে তুলতে পারলে তিনি যথেষ্ট লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন।

টিএইচ